28.1 C
Dhaka
Saturday, July 12, 2025

আবারও ইরানে হা*মলা!

যুদ্ধবিরতির চতুর্থ দিনেও উত্তেজনা কমেনি ইরানে। শুক্রবার শেষ রাতের দিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত এসলামশাহর, শাহরিয়ারসহ বিভিন্ন এলাকায় পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

স্থানীয় সূত্র ও গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পর পরই অঞ্চলজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইরান। ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল প্রতিরক্ষা বাহিনীর বরাতে জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট না হলেও তাৎক্ষণিকভাবে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া একটি ভিডিওতে স্পষ্টভাবে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতির চতুর্থ দিন চলছিল।

আরও পড়ুনঃ  ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা

তবে এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের প্রকৃতি ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ