মোবাইল ফোনে যদি হঠাৎ করে ড্রাইভিং ফাইন বা যানবাহন রেজিস্ট্রেশন স্থগিতের হুমকি দেওয়া কোনো মেসেজ পান, তবে সঙ্গে সঙ্গে সতর্ক হোন। এটি হতে পারে ভয়ংকর একটি সাইবার প্রতারণার ফাঁদ, যার লক্ষ্য আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য চুরি করা।
যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক মাস আগে পর্যন্ত ছড়িয়ে পড়া ‘অপরিশোধিত টোল ফি’-সংক্রান্ত প্রতারণামূলক বার্তাগুলোর সংখ্যা কিছুটা কমলেও এখন নতুন করে DMV (ডিপার্টমেন্ট অব মোটর ভেহিকেলস)-এর নামে ভয় দেখানো বার্তা পাঠানো হচ্ছে।
সতর্কবার্তা জারি করেছে নিরাপত্তা সংস্থাগুলো
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Guardio জানিয়েছে, জুনের প্রথম সপ্তাহেই DMV বিষয়ক প্রতারণামূলক বার্তা ৭৭৩ শতাংশ বেড়ে গেছে। এসব মেসেজে বলা হচ্ছে, ট্রাফিক ফাইন বাকি রয়েছে, সময়মতো পরিশোধ না করলে রেজিস্ট্রেশন বাতিল অথবা ড্রাইভিং নিষেধাজ্ঞা জারি করা হবে।
বার্তায় থাকা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারী একটি ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করেন, যেটি দেখতে অনেকটা রাজ্য সরকারের DMV পেমেন্ট পোর্টালের মতো। সেখানে ক্রেডিট কার্ডের তথ্য দিলে তা সরাসরি চলে যায় প্রতারকদের হাতে।
প্রতারণামূলক ডোমেইনের তালিকা
প্রতারণাকারীরা প্রায় প্রতিটি বার্তার জন্য নতুন একটি ওয়েব ঠিকানা (ডোমেইন) তৈরি করছে, যাতে সন্দেহ না হয়। অনেক সময় .gov এর মতো সরকারিভাবাপ্রসূত শব্দ ব্যবহার করলেও এগুলো হয় আসলে .cc, .vip বা .icu-এর মতো সাধারণ ডোমেইন এক্সটেনশন।
উদাহরণস্বরূপ কিছু ভুয়া ডোমেইন ঠিকানা:
westvirginia.zaub.cc
oklahoma.gov-juu.cc
flhsmv.gov-payvnb.icu
arkansas.anhsl.vip
colorado.gov-wcv.cc
এই ধরনের লিংকে ক্লিক করলেই ফিশিং ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে হ্যাকাররা আপনার তথ্য হাতিয়ে নিতে পারে।
প্রতিদিন মোবাইল স্ক্যামের শিকার হচ্ছেন লাখো মানুষ
Malwarebytes-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন ৪৪ শতাংশ মোবাইল ব্যবহারকারী কোনো না কোনো স্ক্যামের মুখোমুখি হন, আর ৭৮ শতাংশ সপ্তাহে অন্তত একবার এমন প্রতারণামূলক বার্তা পান।
এফবিআইসহ বিভিন্ন মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা সব ধরনের অজানা বার্তা ডিলিট করার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, এই ধরনের প্রতারণার নেপথ্যে চীনা অপরাধ চক্র সক্রিয় রয়েছে, যারা মার্কিন আইন প্রয়োগের আওতার বাইরে।
যেসব অঞ্চলে ইতোমধ্যে হামলা শুরু হয়েছে:
নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, ইলিনয়, নিউজার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, ওয়াশিংটন ডিসি সহ আরও অন্তত এক ডজন রাজ্য
কী করবেন?
এই ধরনের কোনো মেসেজে থাকা লিংকে ক্লিক করবেন না
সন্দেহ হলে বার্তাটি ডিলিট করে দিন
ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য সুরক্ষিত আছে কি না যাচাই করুন
প্রয়োজনে মোবাইল নিরাপত্তা সফটওয়্যারের সাহায্য নিন।