33 C
Dhaka
Saturday, October 18, 2025

রাজধানীতে দরজা ভেঙে ২ যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর পল্টনে একটি অফিসের দরজা ভেঙে কক্ষ থেকে ফরহাদ (২১) ও ইমন (২৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০জুন) রাত পৌনে দশটার দিকে পল্টনের কালভার্ট রোডে রুপায়ন তাজ ভবনের ৬ষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইমন ও ফরহাদ ভোলার লালমোহন থানার চৌকিদার বাড়ি গ্রাম ও কচ্ছপিয়া গ্রামের নুর ইসলাম পাটোয়ারী ও মো. জলিলের ছেলে। দুজনই মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রাম কানাই সরকার জানান, ‘রূপায়ন তাজ টাওয়ারের ষষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসে যাই। সেখানে অফিসের দরজা ভেঙে যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসকরা জানান তারা আর বেঁচে নেই ‘

আরও পড়ুনঃ  মেম্বার থেকে প্রধানমন্ত্রী, সবাইকে জবাবদিহি করতে হবে : তারেক রহমান

তিনি জানান, ‘মরদেহ দুটির পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ আলামত হিসেবে উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি তারা হয়তোবা ওই নেশাজাতীয় পদার্থ খাওয়ায় এই ঘটনাটি ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

এ বিষয়ে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার জানান, ‘নিহতরা দুজনেই গত এক মাস আগে আমাদের অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের কোনো খবর না পাওয়ায় স্বজনরা বিষয়টি আমাদের জানালে আমরা অফিসে গিয়ে পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি দুজন অচেতন অবস্থায় পড়ে আছে। পরে সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ