35 C
Dhaka
Friday, May 9, 2025

মা-বাবার দোয়া নেওয়া হলো না এইচএসসি পরীক্ষার্থীর

জামালপুরে বাবা-মায়ের দোয়া নিতে গ্রামে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে রোববার তার এইচএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

শুক্রবার (২৮ জুন) বিকেলে সদর উপজেলার জামালপুর-ইসলামপুর সড়কের মির্জা আজম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত পরীক্ষার্থী কারিমুল ইসলাম (১৮)। তিনি ইসলামপুর উপজেলার গিলাবাড়ি এলাকার সামিউল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর শহরে পশ্চিম নয়াপাড়া এলাকার একটি মেসে থেকে পড়াশোনা করতেন কারিমুল। শুক্রবার বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় শহর থেকে ইসলামপুরের গিলাবাড়ি এলাকায় নিজ বাড়িতে বাবা-মায়ের কাছে দোয়া নিতে যাচ্ছিলেন। শহরের মির্জা আজম চত্বর এলাকায় পৌঁছানোর পর ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্র সংস্কারে আরও ৪ কমিশন

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর গণমাধ্যমকে বলেন, অজ্ঞাতনামা হিসেবে ওই ছাত্রের লাশটি মর্গে ছিল। শনিবার স্বজনেরা এসে মরদেহটি শনাক্ত করেন। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ