26 C
Dhaka
Sunday, October 19, 2025

নেতা-কর্মীদের জরুরি যে নির্দেশনা দিল আ. লীগ

নেতা-কর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলীয় আপডেট অফিসিয়াল ফেসবুক, টেলিগ্রাম, এক্স বা ইউটিউব চ্যানেলে দেয়া হবে, এর বাইরে কোনো তথ্য পেলে, সেটি যাচাই করার নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজে এক পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, এক্স (সাবেক টুইটার), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ কিংবা মিডিয়া থেকেও যেকোনো দলীয় আপডেট এলে, সেটি অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে অনুরোধ করছি।

আরও পড়ুনঃ  নতুন সাইবার প্রতারণা: মোবাইলে এই মেসেজগুলো পেলেই সঙ্গে সঙ্গে ডিলিট করুন

দলীয় নেতা-কর্মী-সমর্থক ছাড়াও সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরও পড়ুনঃ শ্যামলীতে আবাসিক হোটেলে অভিযান চালাতে গিয়ে ৩ শিক্ষার্থী আহত

রাজধানীর শ্যামলীতে একটি হোটেলের কর্মচারী ও বহিরাগতদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালাতে গেলে শিক্ষার্থীদের ওপর এ হামলার অভিযোগ ওঠে।

শিক্ষার্থীদের অভিযোগ, এদিন রাত ১১টার দিকে শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে হোটেল আল রাজ্জাক ইন নামক একটি হোটেলে অভিযান চালাতে যায় তারা। সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে তাদের কাছে তথ্য ছিল।

আরও পড়ুনঃ  রয়েল এয়ার ফোর্সের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

তবে, শিক্ষার্থীরা হোটেলটিতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় সেখানকার কর্মকর্তারা। এরপর শুরু হয় বাকবিতণ্ডা।

ছাত্রদের ভাষ্যমতে, এক পর্যায়ে হোটেলের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনজন। ঘটনার পর পুলিশকে জানালেও তারা সহায়তা করেনি বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এক পর্যায়ে আদাবর থানার সামনে জড়ো হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। পরে, এ ঘটনায় আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ