34 C
Dhaka
Saturday, October 18, 2025

রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে বিএনপি নেতা আটক

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (০১ অক্টোবর) সন্ধ্যার পর দুই শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করা হয়।

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৯টার দিকে তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জিলানী মার্কেটের একাধিক ব্যবসায়ী জানান, মার্কেটের নির্বাচিত কমিটি আছে। যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এ সময় তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  আমরা আল্লাহর ওপরে ভরসা করি আর হাসিনা*র ভরসা ভার*ত : দুলু

থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন থানা হেফাজতে আছে। তবে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ