30 C
Dhaka
Friday, October 17, 2025

নতুন ঘোষণা দিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

রাজপথ অবরোধ না করার ঘোষণা দিলো আন্দোলনরত তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। তবে কলেজ ক্যাম্পাসের মূল ফটক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা।

নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন।

এর আগে বাংলাদেশ সচিবালয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কর্মসূচি চলমান রাখার কথা জানান আন্দোলনের সমন্বয়করা।

আরও পড়ুনঃ  আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই চাচাতো ভাইকে বিয়ে করেন ইভা !

তিতুমীর কলেজ সমন্বয়ক আমিনুল ইসলাম কর্মসূচি চালিয়ে ঘোষণা যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে একটি কমিটি গঠন করার জন্য প্রেস রিলিজ তৈরি করে কোন একজন ব্যক্তির ফোনে ওই প্রেস রিলিজ জারি করা হয়নি।

আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন চক্রান্ত করছেন? ১২ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ১৪ জন সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা কি চান আমরা আসামি হয়ে কি ক্যাম্পাসে ফিরে যাই? আপনারা যে কাজটি করেছেন সেটা আমরা আসামির মত হয়েছি।

আরও পড়ুনঃ  ‘ছাত্রলীগ পাইছি, ছাত্রলীগ পাইছি’ বলেই হেদায়েতুলকে গণপিটুনি

তিনি বলেন, আমরা কেন আলোচনা করতে আসলাম এটার জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। কাজেই আপনারা (সরকার) আমাদের সঙ্গে যে কাজটি করেছেন তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। সংশ্লিষ্টদের আচরণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। কাজেই আমাদের আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের কাছে যাওয়ার আর কোন রাস্তা নেই। আমরা একটি যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ