27 C
Dhaka
Monday, March 17, 2025

‘হামাসের বিরুদ্ধে একাই যুদ্ধ করবে ইসরায়েল’

গাজায় বেসামরিক হতাহতের হার কমাতে গত সাত মাস ধরে ইসরায়েলকে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র।

কিন্তু ইসরায়েল সতর্কবার্তায় সারা না দেওয়ায় অস্ত্র সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল।

আজ শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, যদি প্রয়োজন হয়.. ইসরায়েল একাই যুদ্ধ করবে। আমি বলেছি যে, হামাসকে পরাজিত করতে প্রয়োজনে আমরা আঙ্গুলের নখ দিয়ে লড়াই করব।

আরও পড়ুনঃ  ‘যারা দেখিয়ে ধর্মচর্চার নামে বাড়াবাড়ি করে, তারা বাটপার’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তবু লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অব্যাহত থাকবে

১৯৪৮ সালের কথা স্মরণ করিয়ে নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তখন আমাদের কাছে অস্ত্র ছিল না। পাশাপাশি, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু আমাদের যা ছিল, তা হলো চেতনা, বীরত্ব ও একতা। যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরও বেশি শক্তিশালী। শত্রুদের ধ্বংস করতে দৃঢ় প্রত্যয়ী।

আরও পড়ুনঃ  যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক মন্ত্রী শাহজান খান

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিতের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্তা ছিল– রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলকে অস্ত্র দেবে না ওয়াশিংটন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ