31.1 C
Dhaka
Thursday, August 7, 2025

মীর মুগ্ধকে কারা হ*ত্যা করেছে, দেখা মিলল ভিডিও ফুটেজে

অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। লাশ দাফন করার জন্য পুলিশের এনওসির প্রয়োজন হয়। এর জন্য আমরা থানায় গিয়েছি। কিন্তু থানা থেকে আমাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদের এখন কলমের একটি দাগ দেওয়ার পর্যন্ত অনুমতি নেই।

এ সময় মুগ্ধের বড় ভাই দীপ্ত আরও বলেন, পূর্ব থানার ওসি কিছুদিন আগে থানা থেকে পালিয়ে গিয়েছে। আমরা শুধু একটুকু বলতে চাই এটা কি কি পালিয়ে যাওয়া বলে নাকি এটাকে ছেড়ে দেওয়া বলে। তাই আমি বলতে চাই প্রশাসনের ভেতরে এখনো যদি এমন অবস্থা থাকে, তাহলে হয়তবা জনগণ ভরসা পাবে না। জনগণের ভরসা স্থলে আসতে গেলে প্রশাসনকে তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলনের মিছিলে ঢলে পড়া মেয়েটির সঙ্গে যা হয়েছে

তিনি বলেন, মুগ্ধের এই ঘটনায় ফুটেজ সংগ্রহের বিষয়ে এডিশনাল আইজিপি জাহাঙ্গীর সেলিম সহযোগিতা করেছেন। পশ্চিম থানার বর্তমান ওসি হাফিজও আমাদের সহযোগিতা করেছেন। মুগ্ধের হত্যাকাণ্ডের ঘটনায় যে ভিডিওটা আছে, সেখানে যার চেহারা আছে তার হেলমেট পড়া ছিল তাই চেহারাটা স্পষ্ট নয়। তবে ফরেনসিক করার মাধ্যমে এটা খুব সহজেই বের করা সম্ভব। যেহেতু আমরা ফরেনসিক এক্সপার্ট না, তাই এটা ফরেনসিক এক্সপার্টের মাধ্যমে যত দ্রুত সম্ভব বের করে এটাকে বিচার প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ