26 C
Dhaka
Friday, August 8, 2025

ছুরিকাঘাতে ‘ব্লেড বাবু’ নি*হত

রাজধানীর পল্লবীতে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে ‘ব্লেড বাবু’ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল পৌনে ৫টায় পল্লবীর টেকেরবাড়ি এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, দুই পক্ষের দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ড ঘটেছে।

পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে হত্যাকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। শুনেছি, দুপক্ষের দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সদস্যরা এ বিষয়টি নিয়ে কাজ করছেন। তদন্তে খুনের নেপথ্যের কারণ পরে জানা যাবে।

আরও পড়ুনঃ  বেরিয়ে এলো ঢাবিতে বর্বর হত্যাকাণ্ডের আসল ঘটনা

আরও পড়ুনঃ কারফিউ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
পরিবার সূত্রে জানা যায়, তাসকিন নামের এক ব্যক্তির সঙ্গে বাবুর পূর্ব শত্রুতা ছিল। সোমবার বিকালে বাবু আলীনগর মাঠ থেকে স্বপ্ননগর আসছিল। পথিমধ্যে রাজিবের গ্যারেজের সামনে তার ওপর অতর্কিত এই হামলা চালানো হয়। হামলাকারীদের মধ্যে ছিলেন ‘কুত্তা রাব্বি’, তাসকিন, পিচ্চি মুরাদ, রাজন, তুফান, সাইফুল ও রনি।

এসময় তারা ছুরি, গিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে বাবুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। রক্তাক্ত জখমের পাশাপাশি চোখ কেটে যাওয়া ও ভুড়ি বেরিয়ে আসার পর বাবু অচেতন হয়ে পড়লে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মতিউরের স্ত্রীর পার্কে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা

আরও পড়ুনঃ ছাত্রদের ওপর গুলি করছে আনসাররা
পরিবারের দাবি, মুসা ও সালেহর নেতৃত্বে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পেশাদার কিলার হিসেবে পরিচিত মুসা ও সালেহ আপন দুই ভাই।

২০২২ সালের ২৪ মার্চ মতিঝিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। সেই মামলার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মুসাকে আসামি করে অভিযোগ দাখিল করা হয়। এ ছাড়া ২০১৬ সালে ‘বোছা বাবু’ হত্যাকাণ্ডের অন্যতম আসামি সালেহ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ