30.2 C
Dhaka
Tuesday, July 1, 2025

যে সময় পাকিস্তানে হামলা করতে পারে ভারত

পাকিস্তানে যে কোনো সময় হামলা করতে পারে ভারত । এমন সম্ভাবনা ঘিরে ধরেছে পাকিস্তানকে। ফলে হুমকি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

ভারতীয় সরকারি কর্মকর্তাদের ক্রমবর্ধমান হুমকির ফলে পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের এ বিশ্বাস দৃঢ় হচ্ছে। ভারতীয় সামরিক পদক্ষেপ এখন সম্ভব হতে পারে, তাই যেকোনো ভারতীয় আক্রমণ প্রতিহতের জন্য প্রস্তুত বলে জানিয়েছে পাকিস্তানি সামরিক সূত্র।

একজন নিরাপত্তা কর্মকর্তা আলজাজিরাকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা উচ্চ স্তরের সতর্কতা বজায় রাখছি। কিন্তু ভারতের মতো আমরা আমাদের প্রস্তুতি নিয়ে কথা বলে কোনো অপ্রয়োজনীয় ‘হাইপ’ তৈরি করতে চাই না।

আরও পড়ুনঃ  জীবন বাজি রেখে যেভাবে একাই ১১ পর্যটককে বাঁচান নিহত আদিলের ভাই

ওই কর্মকর্তাকে প্রকাশ্যে এই বিষয়ে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। তবুও তিনি আলজাজিরার সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভারত যদি মনে করে যে কোনো প্রতিশোধমূলক কাজ করলেও তাদের কিছু হবে না, তাহলে তারা ভুল করবে। আমরা উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ। ভারতীয় আগ্রাসন একটি দায়িত্বজ্ঞানহীন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমাদের উভয়েরই সাবধানতার সাথে কাজ করা উচিত।

এ কর্মকর্তা পাকিস্তানের জড়িত থাকার ভারতের অভিযোগের বিষয়ে পাল্টা প্রশ্ন তোলেন। বলেন, আক্রমণটি (কাশ্মীর হামলা) নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দূরে ঘটেছে। আর কাশ্মীর উপত্যকায় ৫ লাখের বেশি ভারতীয় নিরাপত্তা কর্মীর উপস্থিতি। এর মধ্যে কী করে দিবালোকে এসব ঘটল?

আরও পড়ুনঃ  নির্বাচনের দু*টি সম্ভাব্য সময় জানালেন প্রধান উপ*দেষ্টা

এদিকে পাকিস্তানে ‘সন্ত্রাসী হামলার’ পরিকল্পনা করছে ভারত। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি ভারতের এ ধরনের বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানান, ভারত দেশের বিভিন্ন শহরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। তার কাছে এমন তথ্য আছে।

তিনি বলেন, ভারত যদি সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় তাহলে পাকিস্তানও একইভাবে জবাব দেবে এবং তাদের (ভারতকে) চরম মূল্য দিতে বাধ্য করবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ