30.1 C
Dhaka
Tuesday, July 1, 2025

যে কারণে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব

গত বছরের ৫ আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার এক বছর পার হতে চললেও এখনো দিব্যি ক্ষমতা রয়েছেন হাসিনার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।

সোমবার সন্ধ্যায় জনপ্রিয় লেখক, গবেষক ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবে ‘চুপ্পু আউট, কে হচ্ছেন রাষ্ট্রপতি’ ? শিরোনামে একটি ভিডিও আপলোড করেছেন। মাত্র তিন ঘণ্টায় ৪ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন।

আরও পড়ুনঃ  ঘরে বসে ১০ অক্টোবর পাসপোর্টের জন্য আঙুলের ছাপ দেন শিরীন

পিনাকী সেখানে বলেছেন, ভয়ংকর এক লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছিলাম। কিন্তু এক বছরও পার হলেও আমরা হাসিনার শাসনের অবশেষ দূর করতে পেরেছি? এই প্রশ্নের মুখে দাঁড়ালে আমরা বিহ্বল হয়ে যাই। আমরা পারিনি। কিন্তু কেন পারিনি আর কি করলে এই পারা সম্ভব?

ভিডিওতে পিনাকী বলেন, হাসিনা তার আমলের শেষ দিকে মুজিব বাহিনীর লোক ছাড়া কাউকে রাষ্ট্রপতি বানাতো না। চুপ্পু এখনো রাষ্ট্রপতি হিসেবে আছে। এ পর্যায়ে পিনাকী তার আগের একটি ভিডিওর কিছু অংশ দেখান। সেখানে বর্তমান রাষ্ট্রপতি বলেন, আমি প্রধানমন্ত্রী (শেখ হাসিনাকে) সালাম করতে গেলে তিনি সেটা নিতেন না। তো আমি দেখতাম যে, তার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল।

আরও পড়ুনঃ  বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান, প্রকাশ্যে ক্ষমা চাইলেন শিক্ষক

ইউটিউবের এই ভিডিওতে পিনাকী বর্তমান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর প্রস্তাব পেশ করেছেন। তিনি বলেন, একজনই আছেন বাংলাদেশে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। তিনি হচ্ছেন, বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ইতিহাসের মহানায়ক। তিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে থাকতে হয়।

খালেদা জিয়া বলেছিলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা’

পিনাকী প্রত্যাশা ব্যক্ত করেন, খালেদা জিয়া আর ড. মুহাম্মদ ইউনূস এই দুইজন মিলে আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ