26.4 C
Dhaka
Sunday, July 6, 2025

হিজড়াদের হামলায় চোখ হারালেন পুলিশ কর্মকর্তা

রাজধানীর রমনার পরিবাগ এলাকায় হিজড়াদের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হয়ে গেছে। আহত এসআইয়ের নাম মো. মোজাহিদ। শনিবার (১ জুন) রাত সাড়ে তিনটায় পরিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। রমনা থানার ওসি উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি উৎপল জানান, এ ঘটনায় শনিবার রাতেই তিনজন হিজড়াকে আটক করে পুলিশ। এরপর আজ রোববার দুপুরে আরেকজন হিজড়াকে আটক করেছে রমনা থানা পুলিশ।

তিনি বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বিশেষ বিমানে করে কাদের বাংলাদেশে পুশ-ইনের জন্য আনল ভারত

আরও পড়ুন: সিরিজ ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন : কেরানীগঞ্জে গ্রেপ্তার ১৪

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কোন্ডায় সিরিজ ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ডাকাত সর্দার আনোয়ার ও বোমা স্বপনসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা। এছাড়া রহস্য উদঘাটন করা হয়েছে দুটি চাঞ্চল্যকর ডাকাতি মামলার।

এ বিষয়ে রোববার (২ জুন) দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) আমিনুল ইসলাম।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ