সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (৭ জুন) থেকে আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাস শুরু হচ্ছে। এই হিসেবে আগামী ১৫ জুন মধ্যপ্রাচ্যের দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যেদিন ঈদ উদ্যাপন হয়, তার একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। এই হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে। তবে দেশে ঈদুল ফিতর উদ্যাপনের বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দেশে ঈদুল আজহা উদ্যাপনের তারিখ ঘোষণা করা হবে।
প্রতিবছর বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এবারও দেশে ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান। ওই বৈঠকে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদুল আজহার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।