29 C
Dhaka
Saturday, October 18, 2025

যশোরে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলি করে যুবলীগ কর্মী হত্যা

যশোরে নির্বাচন পরবর্তী সহিংসতা বিজয়ী মোটরসাইকেল প্রতীকে ভোট করার কারনে বাহাদুরপুরে মোঃ আলী (৩০) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ জুন) গভীর রাতে বাহাদুরপুর তেঁতুলতলা নামকস্থানে এ ঘটনা ঘটেছে ৷

স্বজনরা জানিয়েছেন সদ্য সমাপ্ত যশোর সদর উপজেলা নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন আলী। এ নিয়ে ঘোড়া প্রতীকের কর্মীদের সাথে তাঁর বিরোধের সৃষ্টি হয়। সে জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

তবে পুলিশ বলছে স্থানীয়দের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ভাবে তারা জানতে পেরেছেন। নির্বাচনী কোন বিষয় আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। আসামি আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

আরও পড়ুনঃ  মারধর করে বাসচালককে ‘ভিজিটিং কার্ড’ ধরিয়ে দেন বিএনপি নেতা

আরও পড়ুনঃ যারা ছয় দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না: কাদের

ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  ব্রাজিলে গোলরক্ষককে পুলিশের গুলি

ওবায়দুল কাদের বলেন, ৬ দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ১৯৬২ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। এই ৬ দফা আমাদের ইতিহাসের বাক পরিবর্তন করেছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর ৭ জুন, ৭ মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়া হয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।

এর আগে, সকাল ৭টায় ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সরকার প্রধান।

আরও পড়ুনঃ  মেট্রোরেল নির্মাণে অন্তর্বর্তী সরকারের বাজিমাত

পরে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেক দফা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঐতিহাসিক এ দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ