33 C
Dhaka
Saturday, March 15, 2025

সড়কেই শিশু হাফেজের মর্মান্তিক মৃত্যু, বাবা-বোন আহত

হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল্লাহ নামে এক শিশু হাফেজের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ও বোন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াপাড়া এলাকায় অবস্থিত এসএম কোম্পানির এজিএম ইন্জিনিয়ার মাহবুব রহমান রোববার সকালে কোয়ার্টার থেকে মোটরসাইকেলে করে ছেলে ও মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। হাফেজ আব্দুল্লাহ (১১) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। বাবা-মেয়ে দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  আগামীতে *আমাদের যে নেতা হবে, তারা যেন পুরুষ হয়: আমির হামজা

নিহত আব্দুল্লাহর মরদেহ তাদের গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে। সে উপজেলার ইটাখোলা এলাকার একটি মাদ্রাসা থেকে হাফেজি পাশ করে। দুর্ঘটনায় আহত তার বোনও হাফেজি পাশ করেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। খবর নিয়ে দেখছি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ