28 C
Dhaka
Thursday, October 23, 2025

নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুদ রানা নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৩ জুন) রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাসুদ উপজেলার ভুলতা ইউনিয়নের ছোনাব এলাকার আক্তার হোসেনের ছেলে।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত মাসুদ রানা রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজীর আহমেদ খান রিয়াজের অনুসারী হিসেবে পরিচিতি। কয়েক মাস আগে মাসুদ রানা ও তার লোকজন শাহীন মিয়া নামের অপর ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়ভাবে ৫০ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের বিষয়টি মিমাংসা করা হয়।

আরও পড়ুনঃ  জুলাই হ..ত্যাকাণ্ডের বিচার অবশ্যই করে যাব : আইন উপদেষ্টা

ধারণা করা হচ্ছে, এরই জের ধরে স্থানীয় পাড়াগাঁও এলাকায় শাহীন, রাব্বি, কালুসহ বেশ কয়েকজন মিলে মাসুদ রানাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ