লক্ষ্মীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদের ভেতর শাহজাহাম ভুট্টু (৫০) নামে এক কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত শাহজাহান উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভুঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে ও পেশায় কৃষক ছিলেন।
জানা গেছে, শাহজাহান হৃদরোগে আক্রান্ত রোগী ছিলেন। ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যায়। পরে জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে এর মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
রামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল বলেন, শাহজাহান নামে এক লোক মসজিদেই মারা যান। মরহুমের লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ শসা খেয়ে ৮ লাখ টাকা খোয়ালেন তারা
অজ্ঞান পাটির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হলেন চার গরু ব্যবসায়ী। তাদের কাছ থেকে প্রায় ৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে চক্রটি। অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যবসায়ীরা হলেন- ইউসুফ (৫০), আলাল (৩৭), জালাল (২২) ও জিন্নাহ (৩২)। তাদের সবার বাড়ি খোকসার ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
জানা যায়, রোববার (১৬ জুন) রাতে চার ব্যবসায়ী গরু বিক্রি শেষে নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারা শসা কিনে খেয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে পরেন। পরে বাসটির চালক মুঠোফোনের মাধ্যমে অসুস্থ যাত্রীদের বাড়িতে যোগাযোগ করেন। রাত ১টার পরে তাদের বাস থেকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারও জ্ঞান ফেরেনি।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ভিকটিম আলালের স্বজনরা তাকে ঘিরে বসে আছেন। তিনি ৬টি গরু নিয়ে হাটে গিয়েছিলেন বলে জানিয়েছেন তারা। এর মধ্যে তিনটি গরু বিক্রির টাকা আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। বাকি গরুগুলো বিক্রির সাড়ে ৪ লাখ টাকা নিয়ে ফিরছিলেন তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন জালালের ভাই জিল্লুর রহমান জানান, গতকাল রাত ৮টার পরও মুঠোফোনে জালালের সঙ্গে যোগাযোগ হয়। তখন জালাল জানিয়েছিল, তার ঘুম পাচ্ছে। এরপর আর যোগাযোগ হয়নি। রাতে বাসের চালক মুঠোফোনের মাধ্যমে বাড়িতে খবর দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সরকার জানান, রোগীদের অবস্থা মোটামুটি ভালো। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে।