27 C
Dhaka
Tuesday, March 25, 2025

বল ভেবে ককটেলে ব্যাটের আঘাত, ২ শিশু আহত

যশোরের শার্শায় ককটেল বিস্ফোরণে আকিনুল হাসান (১৩) ও মোসাম্মাৎ মারিয়া (৭) নামে দুই শিশু আহত হয়েছে।

বুধবার (১৯ জুন) দুপুরে শার্শার হরিনাপোতা গ্রামে এই ঘটনা ঘটে। আহত শিশুদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত আকিনুল হাসান হরিনাপোতা গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও মোসাম্মৎ মারিয়া একই গ্রামের মেহেদী হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আকিনুল ও মারিয়া ওই গ্রামের জনৈক আলমগীরের বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এসময় রাস্তার পাশে ঝোপঝাড়ে পড়ে থাকা পরিত্যক্ত ককটেলকে বল ভেবে ব্যাট দিয়ে আঘাত করার এক পর্যায়ে বিস্ফোরণ হয়।

আরও পড়ুনঃ  উপদেষ্টা নাহিদকে সতর্ক করলেন সোহেল রানা

মারাত্মক আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানান সেখানকার কর্তব্যরত চিকিৎসক।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ