29 C
Dhaka
Thursday, February 20, 2025

ইসরায়েলে সাড়ে ৩ হাজার বছর আগের জাহাজের সন্ধান

৩ হাজার ৩০০ বছর আগের একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরায়েলে। বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ইসরায়েলের উত্তর উপকূলে প্রাকৃতির গ্যাস উত্তোলনের জন্য খননকাজের সময় এই জাহাজের সন্ধান পায় একটি কোম্পানি। ইসরায়েলের দাবি, এটি বিশ্বের সবচেয়ে পুরনো জাহাজগুলোর একটি। তেল আবিব বলছে, এটি ব্রোঞ্জ যুগের জাহাজ।

গবেষকরা বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে স্পষ্ট যে, ধারণার চেয়েও বেশি উন্নত ছিলো সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা। কাঠের তৈরি জাহাজটি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ডুবে গিয়েছিলো। যা সমুদ্রের ১ হাজার ৮শ মিটার গভীরে পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা

আরও পড়ুনঃ ইউক্রেনকে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিতে পারে দক্ষিণ কোরিয়া

ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা দক্ষিণ কোরিয়া বিবেচনা করছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পরই বৃহস্পতিবার (২০ জুন) এমন তথ্য জানায় দেশটির সরকার।

জানা গেছে, মূলত মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তির পাল্টা জবাবেই ইউক্রেনকে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিউল। দুই দেশের কৌশলগত চুক্তির কঠোর সমালোচনাও করেছে দেশটি। দক্ষিণের অভিযাগ, উত্তর কোরিয়ার সাথে চুক্তি করে জাতিসংঘের নীতি লঙ্ঘন করেছেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুনঃ  ইরানের মিসাইল ইসরায়েলে সরাসরি আঘাত হেনেছে : বিবিসি

দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো-জিন বলেন, দক্ষিণ কোরিয়া সরকার মস্কো ও পিয়ংইয়ংয়ের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। নতুন করে রাশিয়ায় আরও ২৪৩টি পণ্যের রফতানি নিয়ন্ত্রণ করা হবে। ফলে, নিষেধাজ্ঞার আওতায় আসবে আমাদের মোট ১ হাজার ৪০২টি পণ্য। পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ