26.8 C
Dhaka
Tuesday, July 1, 2025

ঘরের দরজায় ৫ ফুটের রাসেলস ভাইপার, অতঃপর..

পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক এলাকায় ঘরের দরজায় ও জালে আটকে পড়া দুটি ৫ ফুট লম্বা বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নে ও ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামে ওই সাপ দুটি দেখে স্থানীয়রা জরুরি কল সেন্টারে ফোন দিলে বন বিভাগ অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, ধুলাসার ইউনিয়নের নলাপাড়া গ্রামের মো. আব্দুল বারেকের বাড়ির জালে আটকা পড়ে রাসেল ভাইপার‍। ওই বাড়ির এক নারী লাকরি আনতে গিয়ে দরজার সামনে জালে আটকে পড়া ওই সাপটি দেখে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমান ওই এলাকার উৎসুক জনতা। পরে সাপটি উদ্ধার করে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা।

আরও পড়ুনঃ  ভারতীয় সাংবাদিকদের জোরপূর্বক ড. ইউনূসের লিফটে ঢোকার চেষ্টা, অতপর...

একই বাড়ির বাসিন্দা মো. সবুজ বলেন, বাড়ি থেকে রাস্তায় ওঠার পথে সোমবার (২৪ জুন) রাতে জালে আটকা পড়ে সাপটি। সকালে মা সাপটি দেখতে পেয়ে আমাকে ডাক দেন। পরে খবরটি ছড়িয়ে পড়লে অনেক লোক একনজরে সাপটি দেখতে ভিড় জমান। সাপটি এখনো জীবিত আছে। আমরা এটাকে আঘাত করিনি। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যদের সংবাদ দেয়া হয়েছে।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কুয়াকাটা টিমের সদস্য আরিফুর রহমান শাওন জানান, বন বিভাগের কাছে তথ্য পেয়ে আমরা নলাপাড়া গ্রাম থেকে একটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করি। বালিয়াতলীতেও আমাদের সদস্যরা পৌঁছেছে। সাপ দুটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বন বিভাগকে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  ‘ছাত্রলীগের প্রচার-প্রসার আইনত নিষিদ্ধ’

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফোন পেয়ে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে আমরা ঘটনাস্থলে সদস্য পাঠিয়েছি। অ্যানিমেল লাভার্সের সহযোগিতায় সাপ দুটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ