33.2 C
Dhaka
Friday, July 11, 2025

এবার থানার ভেতরই রাসেলস ভাইপার, আতঙ্কে পুলিশ সদস্যরা

রাজশাহীর চারঘাটে থাকা বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া ও পিরোজপুর এলাকায় এখন রাসেলস ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। সোমবার রাতে চারঘাট থানা ভবনে একটি রাসেলস ভাইপার ঢুকে পড়ে। পরে হঠাৎ থানার ভেতর সাপ দেখে খোদ পুলিশের মধ্যেও রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপায় না পেয়ে পুলিশ সদস্যরা সাপটিকে মেরে ফেলেছেন।

মঙ্গলবার (২ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহীর চারঘাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন।

তিনি বলেন, সোমবার রাতে থানা ওয়াশরুমে যাওয়ার সময় হঠাৎ একটি রাসেলস ভাইপার সাপ শব্দ করে ওঠে। পরে থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়। এর আগে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা কুঠিপাড়া, পিরোজপুর এলাকায় রাসেলস ভাইপার দেখা দিলেও এই প্রথম চারঘাট থানা চত্বরে দেখা গেল।

আরও পড়ুনঃ  যে কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক আজ

সরেজমিনে থানায় গিয়ে দেখা যায়, পুলিশ অফিসার ও পুলিশ সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে গত কয়েকদিন ধরে থানা চত্বরে কীটনাশক প্রয়োগ করে আগাছা পরিষ্কার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, চারঘাট থানাটি পদ্মা নদীর কাছাকাছি হওয়ায় সাপটি থানা চত্বরে চলে এসেছিল।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ