30 C
Dhaka
Friday, October 17, 2025

সন্ধ্যায় ফাঁস নিলেন এইচএসসি পরীক্ষার্থী প্রেমিকা, রাতে প্রেমিক

খুলনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩ জুলাই) রাতে জেলার পাইকগাছা উপজেলার গড়ুইখালীর হোগলার চক ও বাইনবাড়িয়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রেমিকার অন্যত্র বিয়ে কথা ঠিক হওয়ায় তারা আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

মৃতরা হলেন- পাইকগাছার বাইনবাড়িয়ার পরিতোষ মন্ডলের মেয়ে প্রিয়াংকা মন্ডল (২১) এবং কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের অমিত মন্ডলের ছেলে ব্রজ মন্ডল (২২) । ব্রজ মন্ডল পাইকগাছার হোগলার চকের মামা জিতেন্দ্র নাথ মন্ডলের বাড়িতে থেকে পড়ালেখা করতেন। তারা উভয়ই গড়ইখালী শহীদ আয়ুব-মুছা কলেজের এইএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ  মহানবীকে নিয়ে কটূক্তি, গণপিটুনিতে যুবক নিহত

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রিয়াংকা ও ব্রজ মন্ডলের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রিয়াংকার পরিবার প্রেমের বিষয়টি বুঝতে পেরে অন্যত্র তার বিয়ে ঠিক করে। অন্যত্র বিয়েতে মত না থাকায় পরিবারের পক্ষ থেকে প্রিয়াংকাকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়।

পরিবারের ওই সিদ্ধান্ত মানতে না পেরে প্রিয়াংকা বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এরপর রাতে ব্রজ তার মামার বাড়ির পাশের একটি বাগানে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুনঃ  ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি তাহজীব আলম গ্রেফতার

পাইকগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, শুনেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাদের এইচএসএসি পরীক্ষা চলছিল। গতকাল রাতেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ তাদের দুইজনের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাইকগাছা থানায় পৃথক অপমৃত্য মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ