29 C
Dhaka
Thursday, February 20, 2025

‘তোমারে বাঁচাবে তোমার কোন আব্বা’ কাউন্সিলরকে ছাত্রলীগ নেতার হুমকি

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহম্মেদ প্রিন্সকে হত্যার হুমকিসহ গালাগাল করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ইসরাফিল জনি। গালাগালের সেই ফোন কল অনুসারীদের দিয়ে ভিডিও করিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও করিয়েছেন জনি। এ ঘটনায় দৌলতপুর থানায় জিডি করেছেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাউন্সিলর প্রিন্সকে ফোন দিচ্ছেন জনি। কথোপকথনটি ভিডিও করছেন তার অনুসারীরা। জনিকে বলতে শোনা যায়, সেভ এন সেফের সামনে বসা নিয়ে টিটু ভাইয়ের কাছে নালিশ করেছে কে? তোর কাউন্সিলরগিরি…দেই, তোমাকে ঠেকাবে তোমার কোন আব্বা?। এছাড়া গালিগালাজ করে তাকে দেখে নেয়ার হুমকি দেন তিনি।

আরও পড়ুনঃ  গুলশানে পুলিশের গুলিতে আরেক পুলিশ নিহত

জনি মহানগর ছাত্রলীগের বিগত কমিটির সহ-সভাপতি। বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তবে কোনো পদে নেই। তার বাড়ি নগরীর দৌলতপুর থানার দেয়ানা এলাকায়। আর কাউন্সিলর প্রিন্স ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

এ বিষয়ে কাউন্সিলর প্রিন্স বলেন, একটি সালিশী বৈঠককে কেন্দ্র করে জনির সঙ্গে মতবিরোধ তৈরি হয়। দৌলতপুর থানার ভেতরে সালিশী বৈঠকে আমাদের গালাগাল করে জনি। এছাড়া দৌলতপুর সেভ এন্ড সেফ এর সামনে জনি ও তার অনুসারীদের অসামাজিক কার্যক্রম নিয়ে ব্যবসায়ীরা আমার কাছে অভিযোগ করে।

আরও পড়ুনঃ  সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ল

বিষয়টি দলের আরেক নেতাকে জানিয়ে জনিকে সতর্ক করার অনুরোধ করি। এটা জানতে পেরে জনি আমাকে ফোন দিয়ে গালাগাল করে। বিষয়টি সিটি মেয়র ও মহানগর আওয়ামী
লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকে লিখিতভাবে জানিয়েছি।

এ ব্যাপারে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক জানান, পুলিশকে বলেছি জনির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে।

তবে ইসরাফিল জনি সাংবাদিকদের বলেন, কাউন্সিলর প্রিন্স বিভিন্ন সময় আমাকে নিয়ে কটুক্তি করে। এছাড়া আমার নামে নেতাদের কাছে মিথ্যা নালিশ করেছে। তাই তাকে সামান্য বকা দিয়েছি।

আরও পড়ুনঃ  মোবাইলে অপরিচিত ব্যক্তির সাথে কথা বলায় কিশোরীকে কুপিয়ে হত্যা করে পিতা

দৌলতপুর থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, কাউন্সিলর প্রিন্সের জিডি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ