25.8 C
Dhaka
Tuesday, July 15, 2025

কবরে টাকা নিতে পেরেছে কারা, প্রশ্ন অভিনেতা শামীমের

দীর্ঘ ১২ বছর ধরে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আর এই বিষয়টি এখন দেশের ‘টক অব দ্য কান্ট্রি’ ইস্যু।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। তিনি পিএসসি’র চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। গাড়িচালক হলেও মাদারীপুর জেলার ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী কোটি টাকার সম্পদ অর্জন করেছেন।

আরও পড়ুনঃ  বেনজির এখন কোথায় জানা গেল

প্রশ্নফাঁসে তার জড়িত থাকার বিষয়টি উঠে আসার পর এই আবেদ আলীর বিভিন্ন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে এখন ব্যাপক সমালোচনা ও চর্চা হচ্ছে। বিশেষ করে একজন গাড়িচালকের চাকরি করে অস্বাভাবিক সম্পদ অর্জন জনসাধারণের লক্ষণীয় হয়ে উঠেছে।

এ ব্যাপারে সাধারণ মানুষের মতোই কথা বলছেনে শোবিজ ইন্ডাস্ট্রির তারকারা। তাদের মধ্যে একজন হালের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টায় ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে তিনি লেখেন, ‘ভালোই লাগলো আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ।’

আরও পড়ুনঃ  ডিজি*টাল কোর্ট করলে আদা*লতে আসতে হতো না: পলককে বিচারক

এ অভিনেতা আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে―দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ