22 C
Dhaka
Tuesday, February 18, 2025

কাউন্সিলর বাহারকে ‘এশিয়ার সেরা চাঁদবাজ’ বলছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী

এশিয়ার সেরা চাঁদাবাজ উপাধি পেয়েছেন ফেনী হার্ট ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর বাহার। ফেনীর এক প্রভাবশালী সংসদের কাছে উপজেলা চেয়ারম্যান সোহেলের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এ মন্তব্য করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সংসদের কাছে গিয়ে বলেন তার ব্যক্তিগত কয়েক কোটি টাকা ব্যয়ে ফেনী ক্যাডেট কলেজ এলাকায় একটি কমিউনিটি সেন্টার দিয়ে ব্যবসা শুরু করেন। কাউন্সিলর বাহার প্রায় প্রতিদিন কমিউনিটি সেন্টারে বসে বিভিন্ন মিটিং,সভা- সমাবেশ করে ব্যস্ত রাখতেন । এতে করে কোনো সামাজিক অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হতে পারে না।

আরও পড়ুনঃ  ২৭ জেলায় ঢুকে পড়েছে রাসেলস ভাইপার

সেন্টার কর্তৃপক্ষ শুধু বিদ্যুৎ বিলের টাকা চেয়েও পাননি। প্রতিমাসে লোকসান দিতে গিয়ে অবশেষে সেন্টার কর্তৃপক্ষ ব্যবসাটি বন্ধ করে দিয়েছেন। কোন উপায় না দেখে অবশেষে তিনি ফেনী-১ আসনের সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরীর নাসিমের কাছে এসে তার এই কষ্টের বিষয়টি তুলে ধরেছেন।

এ সময় ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরি ছাড়াও ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা বিভিন্ন দলীয় নেতাকর্মীরা সে স্থানে উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন বাহার।পরে কথা বলি বলে তিনি কল কেটে দেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ