24 C
Dhaka
Monday, March 24, 2025

নাহিদ ইসলামসহ তিন সমন্বয়ক ডিবিতে

নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবিতে নেওয়া অপর দুই সমন্বয়ক হলেন- আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার।

শুক্রবার (২৬ জুলাই) রাতে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ডিবি বলছে, নিরাপত্তা এবং জিজ্ঞাসাবাদের স্বার্থে তিন সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

নাহিদ, আসিফ ও আবু বাকের তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আরও পড়ুনঃ মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আরও পড়ুনঃ  বন্যা কবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে: শিক্ষামন্ত্রী

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কায় নিছারন খাতুন(৫৫) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে চোখতোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিছারন খাতুন উপজেলা কাষ্টদহ গ্রামের মধ্য পাড়ার মৃত আব্দুল মোতালেবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান,মেহেরপুর-কুষ্টিয়া সড়কের চোখতোলা স্থান দিয়ে জোড়পুকুরিয়া বাজারে যাওয়া যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত লাটা হাম্বার ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্য হয়। পরে বামন্দী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা এসে নিছারন খাতুনের মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  আর্জেন্টিনার সঙ্গে ফুটবল সম্পর্ককে বাণিজ্যে *রূপান্তর করতে চায় বাংলাদেশ

গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়ে। স্যালো ইঞ্জিনচালিত লাটা হাম্বাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পরিবারের পক্ষে থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ