29 C
Dhaka
Thursday, February 20, 2025

বাধা নিষেধ থাকছে না ফেসবুকে, ইন্টারনেটের গতি নিয়ে যা জানা গেল

আজ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক ইউটিউব চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৩১ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী জানান, যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছু সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নেয়া হচ্ছে। ফেসবুক, টিকটক ও ইউটিউব (বুধবার) বিকেলের মধ্যে চালু হবে।

এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে অনলাইনে মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পলক। এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

এদিন সংবাদ সম্মেলনে ইন্টারনেটের গতি বাড়ানোর প্রসঙ্গেও কথা বলেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, শিগগির স্বাভাবিক হবে ইন্টারনেটের গতি। ইন্টারনেটের সর্বোচ্চ গতি নিশ্চিত করার কার্যক্রম চলছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়তে থাকলে গত ১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হয়। আর মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে ইন্টারনেট চালু হয় ২৮ জুলাই। তবে এখনো ধীর গতিতে চলছে ইন্টারনেট সেবা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ