27 C
Dhaka
Monday, March 17, 2025

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দলের পক্ষে থেকে কার নাম প্রস্তাব করা হবে, একইসঙ্গে এ সরকারের কাঠামো নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেন, দলের সাংগঠনিক বিষয় ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে। এ ছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের করণীয় কী হবে, তা নির্ধারণ হবে বৈঠক।

আপনার মতামত লিখুন:
আরও পড়ুনঃ  প্রকাশিত হলো ঢাবি শিবিরের সেক্রেটারির পরিচয়
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ