27.5 C
Dhaka
Sunday, June 22, 2025

ব্যাংক থেকে তোলা যাবে না ২ লাখ টাকার বেশি

একজন গ্রাহক নিরাপত্তাজনিত কারণে ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তুলতে পারবে না। শনিবার (১০ আগস্ট) সব ব্যাংকের এমডিকে এ নির্দেশনা দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের ওই দিন নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করার কথা জানিয়ে বলা হয়েছিল, ব্যাংকের এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

তবে এ সিদ্ধান্ত শুধু বৃহস্পতিবার জন্য প্রযোজ্য হবে। বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় বুধবার রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ