24 C
Dhaka
Thursday, February 20, 2025

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো ইরান

বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইরান। শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশে শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে তেহরান। খবর তাসনিম নিউজ এজেন্সির।

এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বাংলাদেশে জনগণের প্রত্যাশিত পূর্ণ শান্তি পুনঃপ্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি আনুষ্ঠানিক সরকার দায়িত্ব গ্রহণ করবে।

গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  হাতিরঝিল থেকে সাংবাদিক রাহানুমার মরদেহ উদ্ধার

হাসিনার পদত্যাগের পর ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এই সরকার শপথ গ্রহণ করেন।

তারপর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা নতুন এই সরকারকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ