29 C
Dhaka
Thursday, February 20, 2025

পাকিস্তানে বিলুপ্ত হচ্ছে পাঁচ মন্ত্রণালয়ের ২৮ বিভাগ, বাদ হবে দেড় লাখ পদ

প্রশাসনিক ব্যয় কমানো ও জনসাধারণকে উন্নত দেয়া পরিষেবা দিতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। দেশটির অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের ২৮টি বিভাগ ও দেড় লাখ সরকারি পদ বিলুপ্ত করবে শাহবাজ শরিফের সরকার। খবর ডনের।

শুক্রবার (১৬ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কাশ্মির-বিষয়ক ও গিলগিট-বালতিস্তান, রাজ্য ও সীমান্ত অঞ্চল, তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ,

শিল্প ও উৎপাদন এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা, এই ৫ মন্ত্রণালয়ের অধীন থাকা ২৮টি বিভাগকে সম্পূর্ণভাবে বন্ধ করা বা বেসরকারিকরণ কিংবা তাদের কোনো কোনো বিভাগকে গুচ্ছ কার্যক্রমের আওতায় আনার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সেই ফোন কল ছিল বড় চমক: ইউনূস

এ ছাড়া এই ৫ মন্ত্রণালয়ের ১২টি প্রতিষ্ঠানকে একীভূত করার প্রস্তাবও করা হয় বৈঠকে। যেমন, কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানবিষয়ক মন্ত্রণালয়কে দেশটির রাজ্য ও সীমান্ত অঞ্চলবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করার প্রস্তাব করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের প্রায় দেড় লাখ শূন্য পদ বিলুপ্তের সিদ্ধান্ত নেয়া হয় ওই বৈঠকে।

এর আগে প্রশাসনিক সংস্কার করতে একটি কমিটি গঠন করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মূলত এই কমিটির সুপারিশের আলোকেই এসব সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে ডন। প্রস্তাবটি অনুমোদনের জন্য ফেডারেল মন্ত্রিসভায় পেশ করা এবং তা বাস্তবায়নের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি ও উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ।

আরও পড়ুনঃ  বড় প'দ পেলেন সারজিস আলম

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচের বোঝা কমানো এবং জনসাধারণকে আরও উন্নত সেবা দেয়া।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ