24 C
Dhaka
Monday, February 24, 2025

সকালে শপথ নিয়ে দুপুরে জানলেন, চেয়ারম্যানের চেয়ার নেই

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করে জয়ী হন। তবে আদালতে মামলার কারণে শপথ নেওয়া হয়নি। আইনি লড়াই শেষে ৮২ দিন পর সোমবার (১৯ আগস্ট) শপথ নেন তিনি। এরপরও চেয়ারম্যানের চেয়ারে বসা হয়নি তার। কারণ ততক্ষণে তিনিসহ ক্ষমতা হারিয়েছেন দেশের সব উপজেলার চেয়ারম্যান।

মোকাররম হোসেন রংপুরের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গঙ্গাচড়ার চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। এরপর উপজেলা পরিষদে পৌঁছানোর আগেই জানতে পারেন, সরকারি প্রজ্ঞাপনে দেশের ৪৯৩ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। এর মধ্যে গঙ্গাচড়াও আছে। বিষয়টি এখন রংপুরসহ সারাদেশে আলোচিত।

আরও পড়ুনঃ  ‘প্রতিপক্ষকে ঘায়েল করতে করো করো এই লাশটি দরকার ছিল’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মোকাররম হোসেন গণমাধ্যমকে বলেছেন, ‘কয়েক ঘণ্টার জন্য তো চেয়ারম্যান হয়েছি।’

গত ২৯ মে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লাগের সভাপতি রুহুল আমিনকে ৮৩৩ ভোটে হারিয়ে দেন মোকাররম হোসেন। গত ৪ জুন গেজেট প্রকাশিত হলে ৩ জুলাই শপথের দিন ছিল। এর আগেই ১৩ জুন শপথের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন রুহুল আমিন। এতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ফলে তিনি শপথ নিতে পারেননি।

আরও পড়ুনঃ  বিয়ের জন্য ধার্মিক ছেলে খুঁজছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৪ আগস্ট হাইকোর্ট থেকে শপথ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার শপথ গ্রহণের সময় ধার্য করা হয়। সে অনুযায়ী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে তাঁকে শপথ করান বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। এর কয়েক ঘণ্টা পরই তাকে অপসারণের প্রজ্ঞাপন জারি করা হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ