30 C
Dhaka
Thursday, February 20, 2025

আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়ে হুশিয়ারি নাহিদের

আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও নিয়ে হুশিয়ারি উচ্চারণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।

আনসাররা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে উল্লেখ করে অন্তর্বতী সরকারের এই উপদেষ্টা বলেন, এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের গেটে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা আজ ঐক্য ধারণের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি-দাওয়া মেনে নেব বলে আশ্বাস দিয়েছিলাম।

এর জন্য আমরা সময় চেয়েছিলাম। কিন্তু এরপরেও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

আরও পড়ুনঃ  রাজধানীর কচু*ক্ষেতে পুলিশ ও সেনাবা*হিনীর গাড়িতে আ*গুন

তিনি বলেন, ‘এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ