29 C
Dhaka
Thursday, February 20, 2025

হত্যার পরে লাশ আগুনে পুড়িয়ে ফেলা : যেভাবে আটক হলেন অতিরিক্ত পুলিশ সুপার কাফী

ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনার সন্দেহভাজন ‘কারিগর’ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ডিবি পুলিশ।

জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর) তার (আব্দুল্লাহিল কাফি) পালিয়ে যাওয়ার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত ১০টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপনসূত্রে আব্দুল্লাহিল কাফীর পালিয়ে যাওয়ার খবর পায় তারা। এরপর দিনভর নানা নাটকীয়তার পর শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করতে সমর্থ হয় তাদের একটি দল।

আরও পড়ুনঃ  আমার ভুল হয়েছে, এই ভুল থেকে শিক্ষা নিয়েই সামনে ভেবে চিন্তে কাজ করবো: শিমুল

ডিবির এক কর্মকর্তা জানান, আশুলিয়ায় ৫ আগস্ট ঘটনার সঙ্গে আবদুল্লাহিল কাফীর কতটুকু সম্পৃক্ততা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হবে। এরপর তার বিষয়ে কী করণীয় তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

৫ আগস্ট কী ঘটেছিল আশুলিয়ায়

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য কয়েকটি মরদেহ একটি ভ্যানে তুলে সেগুলো ব্যানার দিয়ে ঢাকছেন।

গুগলের জিওলোকেশন উপাত্ত ও আশপাশের ছবি বিশ্লেষণ করার পর পুলিশ সূত্র ভিডিওটির তারিখ ও অবস্থান নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  ‘মরার ভান করে শুয়ে ছিলাম, পুলিশ বলল এ এখনো ম*রে নাই’

পরে জানা যায়, বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের কাছে থানার সামনের এক গলিতে এ ঘটনা ঘটেছে। ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা মরদেহ স্তূপ করে রাখছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ