29 C
Dhaka
Saturday, October 18, 2025

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

নওগাঁর আত্রাইয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলুসহ অন্তত ১৫ কর্মী ও সমর্থক আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে আনোয়ার হোসেন বুলু, আত্রাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সুইট, ইয়াকুব আলী মজনু ও আনছার আলীর নাম পাওয়া গেছে। তারা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুনঃ  নতুন মাহ*ফিলের স্থান জানালেন মিজানুর রহমান আজহারী

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আত্রাই মোল্লা আজাদ কলেজ মাঠে আনোয়ার হোসেন বুলু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের আয়োজন করেন। অন্যদিকে আহসানগঞ্জ রেল স্টেশন এলাকায় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম শেখ রেজু কর্মী সভা ডাকেন। এ নিয়ে দুপুরের পর থেকেই আত্রাইয়ে উত্তেজনা তৈরি হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে তার কয়েকজন সমর্থক মোটরসাইকেলযোগে কলেজ মাঠে যাচ্ছিল। এ সময় রেজু শেখের লোকজন অতর্কিত হামলা চালায় ও ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে।

আরও পড়ুনঃ  কোটাবিরোধী আন্দোলনের যে অনুভূতি বাবাকে ফোনে জানালেন ঢাবি ছাত্রী

কিছুক্ষণ পর আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেটের নেতৃত্বে রেজু শেখের লোকজন আবারও রেল লাইনে পাথর ছুঁড়ে ও হামলা চালিয়ে সভাস্থলের মাইক ভাঙচুর এবং নেতাকর্মীদের মারপিট করে। দফায় দফায় হামলায় শান্তিপূর্ণ কর্মসূচি ব্যাহত হয়। হামলায় আমিসহ আমার ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জলিল চকলেট সাংবাদিকদের বলেন, হামলা ও সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি। আনোয়ার হোসেন বুলু ও তার ভাই আলমগীর কবির বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একইস্থানে সভা ডেকেছিল। নেতা ও কর্মী সমর্থকের অভাবে তারা সভা করতে পারেনি।

আরও পড়ুনঃ  যে শর্তে ইসরাইলি সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, এ ঘটনায় দু’জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে থানায় দু’পক্ষের কেউ কোনো মামলা বা অভিযোগ করেনি এখনো।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ