31.1 C
Dhaka
Thursday, August 7, 2025

যে শর্তে ইসরাইলি সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধ বন্ধ ও ইসরাইলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস। দলটির শীর্ষ এক নেতা দখলদার ইসরাইলি বাহিনীকে নতুন এক প্রস্তাবে এমনটা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হামাসের সিনিয়র নেতা ও আলোচনাকারী দলের প্রধান খলিল আল-হাইয়া বলেন, হামাস অন্তর্বর্তীকালীন কোনো চুক্তিতে সম্মত হবে না।

তিনি বলেন, গাজা যুদ্ধের স্থায়ী অবসান, ইসরায়েল কর্তৃক বন্দি ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের বিনিময়ে প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বাকি সব জিম্মিকে মুক্তি দিতে অবিলম্বে ‘বিস্তৃত প্যাকেজ আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

আরও পড়ুনঃ  মাদারীপু‌রে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

খলিল আল-হাইয়া আরও অভিযোগ করেন, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে গাজায় যুদ্ধ অব্যাহত রাখতে চায়। তবে স্বল্পমেয়াদী যেকোন চুক্তি মেনে না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হামাসের এই নেতা।

তিনি বলেন, স্বল্পমেয়াদী যেকোন চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরাইল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস।

এদিকে বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হওয়ার পর শুক্রবার সকালে খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি হামলায় ১৩ জনের একটি পরিবারের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ১ সেপ্টেম্বর থেকে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে যে সব সিম কার্ড

অন্যদিকে যুদ্ধ বন্ধের দাবিতে ফুঁসছে ইসরাইলিরাও। ‘রিস্টার্ট ইসরাইল’ নামের প্ল্যাটফর্মে ১ লাখ ২০ হাজারের বেশি মানুষ যুদ্ধ ও বন্দিমুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন, সেনা, গোয়েন্দা সদস্য, লেখক, শিল্পী, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েকজন সেনাপ্রধানও।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ