27.9 C
Dhaka
Tuesday, August 12, 2025

বৈষম্যবিরোধী সভায় হাতাহাতি, শ্রেণিকক্ষে ঘণ্টাখানেক আটকা পড়লেন কেন্দ্রীয় সমন্বয়করা

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুর শহরের হাসান আলী মাঠে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায়’ কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদেরের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেওয়ার শেষপর্যায়ে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় নিরাপত্তার স্বার্থে প্রায় এক ঘণ্টা স্কুলের শ্রেণিকক্ষের ভেতরে রাখা হয় কেন্দ্রীয় সমন্বয়কদের। পরে পুলিশ ও শিক্ষার্থীদের প্রহরায় সভাস্থল ত্যাগ করেন তারা।

আরও পড়ুনঃ  জামায়াতের নিবন্ধন নিয়ে সুখবর দিল : শিশির মনির

বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, ‘বিশৃঙ্খলা করবেন না। আমরা কোনও বড় ভাই কিংবা কোনও নেতার কথায় আন্দোলন করিনি। আমরা নিজেদের তাগিদে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। প্রয়োজনে আবারও দেশ পুনর্গঠনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়বো। কোনও নেতা বা ভাইয়ের জন্য আমরা অপেক্ষা করবো না। কারও ছত্রছায়ায় কোনও দুর্নীতি, চাঁদাবাজি করবো না। আমরা সবার বন্ধু হয়ে দেশের স্বাধীনতা রক্ষায় কাজ করতে চাই।’

হাতাহাতি ও হট্টগোলের বিষয়ে জানতে চাইলে চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. জোবায়ের বলেন, ‘আজ (বৃহস্পতিবার) কারা এখানে হট্টগোল করেছে তা বলতে পারছি না। তবে এটি বলবো, যারা এখানে হট্টগোল করেছে তারা আমাদের কেউ না। ছাত্রদের ঐক্য ভাঙতে কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ  বিশ্বনবীকে অবমাননার দায়ে ইরানে পপ সিঙ্গারের মৃত্যু*দণ্ড

যারা স্টুডেন্টদের ইউনিটি ভেঙে আবার এ দেশে স্বৈরাচার সরকার গঠন করতে চায়, তারাই এ কর্মসূচিতে হট্টগোল করেছে। তারা জানে স্টুডেন্টরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে কোনও দিনই এ স্বাধীন দেশে আর কোনও স্বৈরাচার ক্ষমতায় আসতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনার আশঙ্কায় আগে থেকেই ভলান্টিয়ারদের একটি বিশেষ টিম গঠন করে কেন্দ্রীয় সমন্বয়কদের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। সে কারণে তেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারেনি দুর্বৃত্তরা।’

সভায় আব্দুল কাদের ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক সুমাইয়া আক্তার, হামজা মাহবুব, মো. মহিউদ্দিন, আলী আহম্মেদ আরাফ, খালেদ হাসান, তাসনিয়া নাওরীন ও জিয়া উদ্দিন আয়ান।

আরও পড়ুনঃ  আবু সাঈদ হত্যার তথ্য অনুসন্ধান কমিটির সদস্যদের পদত্যাগ

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রবিউল আলম, নাদিম পাটওয়ারী, আব্দুল রহমান, হাসান মাহমুদসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ