22 C
Dhaka
Thursday, February 20, 2025

তিন সেনা কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো, একজন বরখাস্ত

মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনীর তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়াও, ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত লেফটেন্যান্ট জেনারেল মো. মুজিবুর রহমানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, আহম্মদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক।

তাদের মধ্যে, সাইফুল আলম সেনাবাহিনীর গোয়েন্দা পরি অধিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া সেনানিবাসের ১১তম পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সেনা আইনের ১৬ ধারা অনুযায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশ জারির ১৫ দিনের মধ্যে তাদের অবসর কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ভোরে জা..বির হল থেকে তাকিয়া..র মর..দেহ উদ্ধা..র

এ বিষয়ে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ