27 C
Dhaka
Saturday, October 18, 2025

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিল যুক্তরাষ্ট্র, নিষেধাজ্ঞা আরোপ

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে তেহেরানের ওপর শাস্তিমূলক প্রতিশোধ নিতে দেশটির জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বিশেষ করে ইরানের তেল বাণিজ্যে যেসব কোম্পানি এবং জাহাজ যুক্ত রয়েছে তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা

ইসরায়েল ইরানে পাল্টা হামলার হুমকি দেয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এবং পররাষ্ট্র দপ্তর শুক্রবার (১১ অক্টোবর) এ নিষেধাজ্ঞা আরোপ করে।

গত ১ অক্টোবর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মূলত তেহেরানে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইরান তার প্রতিশোধ নিতে এ হামলা চালায়।

আরও পড়ুনঃ  মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ভারত যাবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে। ফলে ওয়াশিংটন এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তিনি আরও বলেন, ইরান যাতে জ্বালানি তেল রপ্তানি করে অর্জিত রাজস্ব দিয়ে পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র আধুনিকায়সহ প্রক্সি গোষ্ঠীগুলোকে সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ী করতে না পারে এজন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ