ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। অভিনয় এবং দুই সন্তান নিয়েই তার ব্যস্ততা। ক্যারিয়ারে নতুন শুরু করতে যাচ্ছেন এই নায়িকা। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা যাবে তাকে। জানা গেল কবে মুক্তি পেতে যাচ্ছে পরীর প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর। ওয়েব সিরিজটির অফিশিয়াল পোস্টারও বের করা হয়েছে।
এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমণি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। পরী বলেন, প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সবসময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।
ওয়েব সিরিজটির শুটিং এর প্রথম দিনের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি জানান, শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটা আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহঅভিনেতা ও টিমের সব সদস্যের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেলফফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।
সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, রঙিলা কিতাবের জন্য আমরা সবাই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষায় আমরা।
অন্যদিকে পরিচালক অনম বিশ্বাস বলেন, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয়, বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।