29 C
Dhaka
Saturday, October 18, 2025

ঢাকার দোহারে দোকানে চা খাওয়ার সময় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার দোহারে দোকানে বসে চা খাওয়ার সময় নাজমুল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁশতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাজমুলের সঙ্গে থাকা মিলন নামের একজন আহত হয়েছেন।

নিহত যুবক নাজমুল (২৪) দোহার উপজেলার ইকরাসি এলাকার আলী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে দোহারের বাঁশতলা বাজারের তারেক খানের চায়ের দোকানে বসে নাজমুল চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে তিন যুবক এসে চায়ের দোকানে ঢুকে প্রকাশ্যে নাজমুলকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আরও পড়ুনঃ  যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নাজমুল নিস্তেজ হয়ে পড়লে ঘাতকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাজমুলকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মিলন নামে এক ব্যক্তি দাবি করেন, ঘাতকদের মধ্যে বাঁশতলা খেজুরতলা এলাকার রনি নামের এক যুবককে তিনি চিনতে পেরেছেন।

নিহত নাজমুলের পরিবারের দাবি- রনিই নাজমুলকে হত্যা করেতে পারে। ঘাতক রনিকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন নিহতের পরিবার। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুনঃ  প্রজাতন্ত্র ঘোষণাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ দফা

দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ঘটনার তদন্ত করছে।

এ বিষয়ে দোহার থানার ওসি মো. রেজাউল করিম জানান, ঘটনার পরপরই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় এনে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ