30 C
Dhaka
Thursday, February 20, 2025

মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফজর আলী গাজি (৪৫) নামে এক মুসল্লি নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।

এসময় নিহতের জামাই শাহিন সর্দার ও মোস্তফা গাজি আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মুসল্লিরা জানান, শুক্রবার এলাকার এক ব্যক্তি মসজিদে একটি ছাগল দান করেন। জুমার নামাজের পর নিলামে ছাগলটি বিক্রি করার উদ্যোগ নেয়া হয়।

আরও পড়ুনঃ  জামায়াত কর্মী হত্যা মামলায় গ্রেফতার ‘সি ইউ নট ফর মাইন্ড’ বলে ভাইরাল শ্যামল

এ সময় দাম বলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফজর আলী গাজি গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) তুষার কান্তি দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা বা কেউ আটক হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ