30 C
Dhaka
Friday, February 21, 2025

রিকশায় ঝুলে থাকা মরদেহের পেছনের যে বীভৎস বর্ণনা দিলেন চালক

এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। একজন রিকশাচালক প্যাডেল চালিয়ে নিয়ে যাচ্ছেন দেহটি। হৃদয়বিদারক এ দৃশ্য দেখে যে কারোর পক্ষেই চোখের পানি আটকে রাখা কঠিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ ভাইরাল হয় এ ছবিটি। এতে যার দেহ পরে থাকতে দেখা যায় তার নাম নাফিস। বয়স মাত্র ১৭ বছর। সবেমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন।

জানা যায়, ৪ আগস্ট সকালে নাফিস শাহবাগ হয়ে ফার্মগেটে মুভমেন্টে যোগ দেয়। দুপুর দেড়টার দিকে সর্বশেষ তার মাকে কল দিয়ে জানায় সে নিরাপদে আছে। মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এরপর সময় গড়াতে থাকে, নাফিসের আর কোনো সন্ধান পাচ্ছিল না তার মা। মোবাইলেও কোনোভাবে সংযোগ করতে পারছিল না।

আরও পড়ুনঃ  সম্মেলন শেষে ময়লা-আবর্জনা পরিষ্কার করলেন তাবলিগ অনুসারীরা

সন্ধ্যা নাগাদ তার বাবা বের হয় ছেলের খোঁজে। শাহবাগ থেকে ফার্মগেট, হাসপাতাল টু হাসপাতাল খোঁজাখুজি করে কোথাও ছেলের সন্ধান না পেয়ে রাত বারোটায় ফিরে যান বাসায়। এরমধ্যে নাফিসের সেই হৃদয়বিদারক ছবি ফেসবুক ভাইরাল হয়ে যায়। বড় ভাই সেই ছবি দেখায় বাবাকে। সেখান থেকে তারা শনাক্ত করতে পারে নাফিসকে।

পরবর্তীতে বিভিন্ন হাসপাতালের মর্গে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নাফিসের বাবা মানবজমিন পত্রিকার অফিসে ছুটে যান সেই ছবিটির ফটোগ্রাফারের কাছে৷ মানবজমিনের অফিসে থাকা অবস্থায় তার শালা (মানে নাফিসের মামা) কল দিয়ে জানায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাওয়া গেছে নাফিসের লাশ।

সেদিন নাফিসের সাথে সেদিন কী ঘটেছিল সে বিষয়ে সম্প্রতি বর্ণনা দিয়েছেন ওই রিকশাচালক মো. নূর মোহাম্মদ। তিনিই নাফিসকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাঁচাতে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  মসজিদের ডিজিটাল বোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গ*বন্ধু’, মুসল্লিদের মধ্যে উত্তেজনা

তিনি বলেন, সেদিন ধানমন্ডি ২৭ এ যাত্রী নামিয়ে দিয়ে সংসদের সামনের দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, বিজয় সরণির দিকের রোডে সংসদের কোণায় দেখেন মারামারি, তখন রং সাইড দিয়ে পাশ কাটিয়ে ফার্মগেট চলে যান। এরমধ্যে একজন যাত্রী তুলেন মগবাজারের।

ফার্মগেট পুলিশ বক্স পার হবেন তখন দেখছেন বৃষ্টির মত গোলাগুলি চলছে। বিজ্ঞান কলেজের সামনে পুলিশ গতিরোধ করে উনাকে, টানেন সামনে নিতে। উনি তখন বলেন, ‘ঐদিকে গোলাগুলি হইতেছে যামু ক্যান।’ পুলিশ ধমক দিয়ে বলে, ‘তোরে আইতে কইছি আয়।’ এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। তিনি তখন, ‘দোয়াদরুদ পড়তে থাকেন। কপালে তার কী আছে আল্লাহ জানে।’

আরও পড়ুনঃ  ‌পরিস্থিতির কারণে নাহিদের বোন পরিচয় দিয়েছিলাম, বললেন সেই ফাতিমা

সামনে নেওয়ার পর বলে, ‘এইডা তোল রিকশায়।’ মো. নুর মোহাম্মদ (রিকশাচালক) বলেন, ‘কী তোলমু?’ তখন পাশে প্লাস্টিকের কিছু একটা আর একটা টুকরি দেখতে পান, বলেন ‘এগুলো তোলমু?’ তখন তিনি খেয়াল করেননি পাশে একটা গুলিবিদ্ধ দেহ কুণ্ডলি পাকিয়ে পরে আছে।

পুলিশ তাকে ধমক দিয়ে বলে, ‘আরে বেটা লাশ পালাই রাখছি দেখছ না! এই যে, এইডা তোল।’ গালাগালি শুরু করে পুলিশ।

নূর মোহাম্মদ তখন নাফিসের পেছনের সাইড ধরে উঠায়। পুলিশ তার দুই পা ধরে ধাক্কা মেরে রিকশার পাদানিতে ফেলায়।

গাড়িতে ফালানোর পর পুলিশ বলে, ‘আরও দুইটা গুলি কইরা দে। বাইচ্চ্যা যাইতে পারে।’ রিকশার ড্রাইভারকে দেখিয়ে গালাগালি করে বলে, ‘ওই শালার পায়েও গুলি মার।’

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ