22 C
Dhaka
Tuesday, February 18, 2025

মন্ত্রীর ছেলে মন্ত্রী, এমপির ছেলে এমপি, এটা চলতে দেওয়া হবে না : নুর

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে আর এমপির ছেলে এমপি হবে-এটা চলতে দেওয়া হবে না। এ জন্য আমরা পরিবর্তনের রাজনীতি নিয়ে মাঠে নেমেছি। আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, তারপর দেশের।’

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘আগস্ট বিপ্লবের এই নতুন স্বাধীনতা আমাদের নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। আমরা আর কোনো দেশের দাসত্ব করতে চাই না। বাংলাদেশ সব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে।’

আরও পড়ুনঃ  লকার থেকে ১৫০ ভরি সোনা উধাও: সেই গ্রাহকের বিরুদ্ধে ব্যাংকের জিডি

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রশাসনে এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়ে গেছে।

দেশের জনগণ আস্থা ও বিশ্বাস নিয়ে আপনাদের চেয়ারে বসিয়েছেন। যদি চালাতে না পারেন, তাহলে রাজনৈতিকভাবে দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিন। দেশে আর কোনো ফ্যাসিবাদের উত্থান আমরা দেখতে চাই না।’

নুরুল হক নুর বলেন, ‘মানুষের পক্ষে কথা বলতে গিয়ে আমরা বারবার হামলার শিকার হয়েছি।

এখন মানুষ মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই পরিবর্তন ধরে রাখার দায়িত্ব আমাদের সবার।’

তিনি আরো বলেন, ‘গত পাঁচ দশকে যারাই ক্ষমতায় গেছেন, তারাই দেশের হাজার হাজার কোটি টাকা আমেরিকা, লন্ডন, কানাডা, মালেশিয়া ও সিঙ্গাপুরে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধীদের সমালোচনা করে যে হুঁশিয়ারি দিল ছাত্রদলসহ ২৮ ছাত্রসংগঠন

ইউনিয়ন পরিষদের চৌকিদার থেকে শুরু করে প্রাইমারি স্কুলের পিয়ন সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। গণ অধিকার পরিষদ দুর্নীতির মূল উৎপাটন করে সমৃদ্ধশীল দেশ ও জাতি গঠনে মাঠে নেমেছে।’

গণ অধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আর মামুন, শাকিলউজ্জামান, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, মাজেদুল হক, গোলাম সরোয়ার, জাহিদুর রহমান, তৌফিক শাহরিয়ার খান, রবিউল ইমলাম, খুলনার সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, রাজশাহীর সাংগঠনিক সম্পাদক সুমন কবির, তোফাজ্জেল হোসেন, বরিশালের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ