29 C
Dhaka
Sunday, October 19, 2025

রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্যই সরকারের বক্তব্য

রাষ্ট্রপতি ইস্যুতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের বক্তব্যই সরকারের বক্তব্য বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারনের কোন সিদ্ধান্ত এখনো হয়নি।

সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতেই নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি করা হয়েছে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন গঠনে সার্চ কমিটির কার্যক্রম চলছে।

একই সঙ্গে সংস্কারের রুপরেখা ঠিক করার কমিশনের কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরও পড়ুনঃ  পাকি*স্তান থেকে এবার দ্বিগুণ কন*টেইনার নিয়ে আসছে সেই জা*হাজ

আরও পড়ুনঃ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চাওয়া বিক্ষোভকারীরা বঙ্গভবনের সামনে থেকে সরে গেলেন। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সরে যান তারা।

তবে এমন সময় বিক্ষোভকারীদের একটি দল বঙ্গভবনের সামনে থাকা ব্যারিকেড ভেঙে এগোতে চায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের হাতাহাতি হয়।

এ সময় এক পুলিশ সদস্য মারধরের শিকার হন। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া করে, সাউন্ড গ্রেনেড ছোড়ে।

এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনের রাস্তায় চার ঘণ্টা অবস্থান শেষে রাত সাড়ে ৮টার দিকে সরে যান জুলাই-আগস্টে আহত ছাত্রদের সংগঠন রক্তিম জুলাইয়ের সদস্যরা।

আরও পড়ুনঃ  শর্তে মিলছে ভোজ্যতেল

চলে যাওয়ার আগে রক্তিম জুলাইয়ের নেতৃত্বে থাকা সালমান হোসাইন ও সাইফুদ্দিন বলেন, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেছি। তারা শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। আমাদেরও তারা অনুরোধ করেছেন।

তারা বলেন, আমরা আজকের মতো চলে যাচ্ছি। কিন্তু ওই সময়ের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে আবারো আসব।

এদিকে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব দাবি মানা না হলে পুনরায় রাজপথে নামার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুনঃ  নারীদের দুই স্বামী রাখার অনুমতি চান আজমা

রাত পৌনে ৯টার দিকে এই প্রতিবেদক জানান, বঙ্গভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য সেখানে অবস্থান নিয়েছেন।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ