29 C
Dhaka
Sunday, October 19, 2025

নামাজরত অবস্থায় সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে গলা কেটে হত্যা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় লুৎফা বেগম নামে এক বৃদ্ধা নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লুৎফা বেগম (৭০) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী। পান্না বেগম নামে এক স্কুলশিক্ষিকা এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ওই শিক্ষিকা নিজেও আহত হয়েছেন। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ পড়ছিলেন লুৎফা বেগম। এ সময় পেছন থেকে এসে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম তার গলায় ছুরিকাঘাত করেন। বিষয়টি দেখে লুৎফা বেগমের পুত্রবধূ আফরোজা বেগম শিক্ষিকাকে ধরে ফেলেন।

আরও পড়ুনঃ  পাল্টে যাচ্ছে ইউনিফর্ম, কেমন হতে পারে পুলিশের নতুন পোশাক

এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে পান্না বেগম নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কেন হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তা এখনো জানা যায়নি।

বালাকান্দি এলাকার মাহাবুব বালা বলেন, ঘরে ঢুকে দেখি আমার চাচি লুৎফা বেগম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আর পান্না বেগম পাশে খাটের ওপর শুয়ে আছেন। পরে জানতে পারি পান্না বেগম এই ঘটনা ঘটিয়েছেন। তদন্তপূর্বক আমরা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৬ জনের রাজনৈতিক পরিচয় মিলেছে

শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক শিক্ষিকা। তিনিও আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, তার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ আছে। এখনো কোনো মামলা হয়নি।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ