27 C
Dhaka
Saturday, October 18, 2025

ভিডিও : ‘অলৌকিক ক্ষমতা আছে!’ প্রমাণ করতে ৫ তলা থেকে ঝাঁপ তরুণের

প্রায়ই দাবি করতেন, তার মধ্যে নাকি ‘অলৌকিক’ ক্ষমতা আছে। সহপাঠীদের কাছে একাধিক বার তিনি বলেছেন একথা। এবার সেই ক্ষমতা প্রমাণে হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিলেন এক তরুণ।

আর এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই তরুণের হাত, পা ভেঙেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে। বুধবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুনঃ  মির্জা ফখরুলের বক্তব্যে আসিফ মাহ*মুদের পাল্টা জবাব!

প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টেলের পাঁচ তলা ঝাঁপ দিয়ে আহত হওয়া ওই তরুণের নাম এ প্রভু। তিনি তামিলনাড়ুর কোয়েম্বত্তূরের ওই ইঞ্জিনিয়ারিং কলেজের বিটেকের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

হোস্টেলে অবস্থানরত ওই তরুণের সহপাঠীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের কাছে প্রভু প্রায়ই বলতেন তার ‘অলৌকিক’ ক্ষমতা রয়েছে। আর সেই ক্ষমতার জোরে যেকোনও বহুতল ভবন থেকে ঝাঁপ দিতে পারেন। এমনকি ঝাঁপ দিলেও তার কিছুই হবে বলে দাবি করতেন তিনি।

অবশ্য সহপাঠীরা তার কথায় খুব একটা বিশ্বাস করতে চাইতেন না। কিন্তু নিজের সেই ক্ষমতা প্রমাণে মরিয়া হয়ে উঠেছিলেন প্রভু। পুলিশ আরও জানতে পেরেছে, প্রভু তার সহপাঠীদের কাছে দাবি করতেন, এক তান্ত্রিক তন্ত্রমন্ত্রের সাহায্যে তাকে এই ‘অলৌকিক’ ক্ষমতা দান করেছেন।

আরও পড়ুনঃ  মানবাধিকার লঙ্ঘন প্রমাণিত হলে শান্তিরক্ষা মিশনে পাঠানো হবে না : সেনাপ্রধান

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোস্টেলের পাঁচ তলায় যান প্রভু। সেখানে আরও অনেকে ছিলেন। তারা নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ করে সকলের সামনে পাঁচ তলা থেকে ঝাঁপ দেন প্রভু। তার এই কীর্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েন সহপাঠীরা।

পরে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ