20 C
Dhaka
Wednesday, February 19, 2025

মির্জা ফখরুলের বক্তব্যে আসিফ মাহ*মুদের পাল্টা জবাব!

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র উপদেষ্টা ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। তাদের অভিযোগ, ক্ষমতায় যাওয়ার পথ সুগম করতেই বিএনপি নিরপেক্ষ সরকারের আড়ালে আরেকটি ওয়ান-ইলেভেনের (১/১১) পরিকল্পনা করছে।

ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে অভিযোগ করেন, বিএনপি মহাসচিবের বক্তব্য আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। তিনি বলেন, “ছাত্র-জনতার অভ্যুত্থানের পর জাতীয় সরকার গঠনে বিএনপি রাজি হয়নি। বরং রাষ্ট্রপতি পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, এবং জুলাই ঘোষণাপত্রসহ বিভিন্ন ইস্যুতে বিরোধিতার অবস্থান নিয়েছে দলটি।”

নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, “গণতন্ত্র ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে ছাত্ররা বিন্দুমাত্র ছাড় দেবে না।”

আরও পড়ুনঃ  আনার হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের প্রতিক্রিয়াউপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি মহাসচিবের বক্তব্যকে তুলোধোনা করে বলেন, “নিরপেক্ষ সরকারের নামে ওয়ান-ইলেভেনের পুনরাবৃত্তি করার ইঙ্গিত বিএনপি দিচ্ছে। আমরা এমন কোনো পরিকল্পনাকে সমর্থন করি না, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।”

তিনি আরও বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—যদি কেউ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়, তবে তার সরকারে থাকার নৈতিক অধিকার নেই। তবে বিএনপি মহাসচিব ছাত্রদের অংশগ্রহণ ছাড়া যে নিরপেক্ষ সরকারের নির্দেশ দিয়েছেন, সেটা মূলত ১/১১ সরকারের মতো।”

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অভিযোগ করেন, “১/১১’র সরকার যেমন আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ভূমিকা রেখেছিল, বিএনপি সেই একই রকম পাটাতন তৈরি করার চেষ্টা করছে। তাছাড়া, সাংবিধানিক পদে নিজেদের লোকজনকে তদবির করে নিয়োগ দেয়ার অভিযোগও বিএনপির বিরুদ্ধে রয়েছে।”

আরও পড়ুনঃ  বাড়িতে ঢুকে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

তিনি বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের দিক থেকে সহযোগিতা প্রয়োজন। কিন্তু বিএনপি রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তুলছে।”

আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর কঠোর বক্তব্যবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বিএনপিকে চরম সমালোচনা করে বলেন, “দেশ পুনর্গঠনের সুযোগকে অবমূল্যায়ন করে দলটি আবারও ১/১১ সরকারের ফর্মুলা নিয়ে হাজির হয়েছে। তারা আওয়ামী পুনর্বাসনের পাঁয়তারা করছে।”

তিনি আরও বলেন, “ছাত্র-জনতার সম্মিলনে নতুন একটি রাজনৈতিক দলের উত্থান তারা মেনে নিতে পারছে না। অথচ গণঅভ্যুত্থানের এত মানুষের জীবনের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেটা বাস্তবায়ন করতে বিএনপির ভূমিকা দেখা যাচ্ছে উল্টো পথে।”

আরও পড়ুনঃ  ছাত্রলীগের নেতাকর্মীদের ফুল দিয়ে বরণের আহ্বান ছাত্রদলের

রাজনৈতিক ঐক্যের আহ্বানছাত্র ও নাগরিক নেতারা একমত যে, রাজনৈতিক দলগুলোকে সরকারকে সহযোগিতা করতে হবে এবং গণতন্ত্র রক্ষায় ঐক্যমত গড়ে তুলতে হবে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের সহযোগিতার আহ্বান জানান।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, তারা গণঅভ্যুত্থানের চেতনায় সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ