28 C
Dhaka
Sunday, October 19, 2025

গুরুত্বপূর্ণ ঘোষণা : ২৬ জানুয়ারি: গুল*শান-২ এড়িয়ে চলার অনুরোধ!

আগামী ২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মো. আফতাব হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার যানজট নিরসন এবং পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থা হিসেবে পাতাল ও উড়াল সমন্বয়ে নির্মিত এমআরটি লাইন-৫ নর্দান রুটের কাজ চলছে। এর অংশ হিসেবে গুলশান-২ (গোল চত্বর) মেট্রো স্টেশন এলাকায় পরিষেবা লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কাজ আগামী ২৬ জানুয়ারি সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত হবে।

আরও পড়ুনঃ  ‘আমি চাই না দ্বিতীয় কেউ আমার শরীর উপভোগ করুক’

এতে গুলশান-২ মোড় অভিমুখী লেনে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে জনসাধারণকে প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং বিকল্প পথ ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা ম্যাস ট্রান্সজিট কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কাজটি যথাসময়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই কাজ শেষ হলে ঢাকার গণপরিবহন ব্যবস্থার উন্নতি হবে এবং নগরবাসীর ভোগান্তি কমবে।

জনগণকে সচেতন থাকার এবং ২৬ জানুয়ারি গুলশান-২ এলাকায় চলাচলের ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন:
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ